১ ভরি সোনা কত গ্রাম - 10 গ্রাম সমান কত ভরি
সোনা অত্যন্ত মূল্যবান ধাতু এর বাজার মূল্য প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে।
ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সোনার দাম, গ্রাম, ভরি, আনা সম্পর্কে জানার
প্রয়োজন হয়। অনেকে ১ ভরি সোনা কত গ্রাম তা জানেন না। আবার অনেকে প্রতিনিয়ত 10
গ্রাম সমান কত ভরি এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটিতে সোনার দর দাম,
পরিমাণ, হিসাব সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে বিস্তারিত।
সোনা অত্যন্ত মূল্যবান উপাদান। আমাদের দৈনন্দিন ব্যবহার্য অলংকার গুলোর মধ্যে
সোনার অলংকার গুলো অত্যন্ত দামি। এই অলংকার তৈরিতে, সোনার কেনাবেচা করতে, সোনার
সঠিক মূল্য জানতে অবশ্যই সোনা সম্পর্কে সঠিক ধারণা প্রয়োজন। আপনি যদি ১ ভরি সোনা
কত গ্রাম তা জেনে থাকেন সে ক্ষেত্রে সোনার হিসাব করতে সহজ হবে। অনেকে 10 গ্রাম
সমান কত ভরি তা জানেন না। সোনার হিসাব, সোনা সম্পর্কে প্রত্যেকটি বিষয় জানতে হলে
পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ১ ভরি সোনা কত গ্রাম - 10 গ্রাম সমান কত ভরি
১ গ্রাম সমান কত আনা
ভূমিকাঃ সোনা অত্যন্ত মূল্যবান উপাদান। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সোনার ব্যবহার হয়।
বিশেষ করে অলংকার আদি তৈরিতে প্রচুর পরিমাণে সোনার ব্যবহার হয়। তাছাড়া
আর্থিকভাবে সোনা কিনে অনেকে মজুদ করে রাখেন। পরবর্তীতে মূল্য বৃদ্ধি পেলে এ সোনা
বিক্রয় করে লাভবান হন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি উপাদান।
স্বর্ণ একটি মূল্যবান ধাতু প্রতিনিয়ত এর বাজার পরিবর্তন হতে থাকে। সোনা সম্পর্কে
সঠিক জ্ঞান প্রত্যেকেরই থাকা উচিত। এতে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে সোনার সম্পর্কে
সঠিক হিসাব ও ধারণা রাখতে পারবেন। বিনিয়োগ ক্ষেত্রে সোনা কেনা দাম করার সঠিক
পরিমাপ ও মূল্য জানা অত্যন্ত জরুরী।
এছাড়া আন্তর্জাতিক স্থানীয় এককের মধ্যে সোনার মান সমন্বয় প্রয়োজনে সোনার
হিসাব জানা অত্যন্ত জরুরী। সোনার হিসাব সোনা সম্পর্কে প্রত্যেকটি বিষয় নিম্নে
আলোচনা করা হলো।
১ ভরি সোনা কত গ্রাম
অনেকে প্রতিনিয়ত জানতে চান ১ ভরি সোনা কত গ্রাম। মূলত শোনার কোন মূল্যবান উপাদান
তৈরি করতে হলে অথবা সোনার হিসাব করতে গেলে জানতে হয় ১ ভরি সোনা কত গ্রাম। সোনার
সঠিক ওজন জানতে অবশ্যই এক ভরি সোনা কত গ্রাম হয় তা আপনার জানা প্রয়োজন। ভরি
দক্ষিণ এশিয়ার প্রচলিত একটি একক। আন্তর্জাতিক ভাবে স্বর্ণকে গ্রাম হিসেবে মাপা
হয়।
তাই সোনার মান সঠিক ভাবে মূল্যায়ন করতে হলে ১ ভরি সোনা কত গ্রাম তা জানা
প্রয়োজন। ভোরের একক হিসেবে প্রাচীনকালে এক টাকার সমমান ওজনকে ধরা হতো। একটি
কাঁচা পয়সার ওজন যতখানি ছিল তাকে ভরির ওজন হিসেবে মূল্যায়ন করা হতো। ভোরের
ক্ষুদ্র একক রতি। ৬ রতির সমন্বয়ে ১ আনা ধরা হত।
আর ১৬ আনার সমন্বয়ে ১ ভরি ধরা হত। ১ ভরি সোনার ওজন ১১.৬৬ গ্রাম। প্রিয় পাঠক আশা
করি ১ ভরি সোনা কত গ্রাম সে সম্পর্কে জানতে পেরেছেন।
10 গ্রাম সমান কত ভরি
অনেকে প্রতিনিয়ত ১ ভরি সোনা কত গ্রাম ও 10 গ্রাম সমান কত ভরি সে সম্পর্কে জানতে
চান। আপনি যদি নির্দিষ্ট কোন স্বর্ণের ওজন বের করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে
জানতে হবে এক ভরি সমান কত গ্রাম হয়। এক ভরি সমান ১১.৬৬ গ্রাম। তাহলে 10 গ্রাম
সমান ০.৮৬ ভরি। আশা করি 10 গ্রাম সমান কত ভরি তা জানতে পেরেছেন।
১০০ গ্রাম কত ভরি
অনেক স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু পরিমাণের
স্বর্ণ কিনে ছোট ছোট গহন আকারে বিক্রয় করেন। ব্যবসার ক্ষেত্রে এমন সময় স্বর্ণের
হিসাব গুলো জানতে হয়। বিশেষ করে স্বর্ণের এক ভরি সমান কত গ্রাম হয়। আবার কত
গ্রামে এক ভরি হয়। ১০০ গ্রাম অথবা যেকোনো নির্দিষ্ট সংখ্যার স্বর্ণ কত ভরি তা
অনেক ব্যবসায়ীরা জিজ্ঞাসা করেন। মূলত এটি জানার প্রয়োজন হয় স্বর্ণ ক্রয়
বিক্রয় এর ক্ষেত্রে। ১০০ গ্রাম = ৮.৫৭ ভরি।
১ ভরি স্বর্ণের দাম কত
অনেকে প্রতিনিয়ত খোঁজ করেন 10 গ্রাম সমান কত ভরি ও ১ ভরি স্বর্ণের দাম কত সে
সম্পর্কে। ১ ভুড়ি স্বর্ণের দাম নির্ভর করে আন্তর্জাতিক স্বর্ণবাজারের দাম ও
স্থানীয় বাজারের দামের ওপর। স্বর্ণের দাম প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে। ডলারের
বিনিময় হার, চাহিদা, জোগান কম বেশি হলে স্বর্ণের দামও কম বেশি হয়।
সাধারণত নির্দিষ্ট দ্বীনের উপর ভিত্তি করে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়।
ভিন্ন ভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম ভিন্ন রকম। আজকে বাংলাদেশ ভিন্ন ভিন্ন
ক্যারেটের স্বর্ণের ভরির দাম নিচে দেওয়া হলঃ
- ২৪ ক্যারেট ১ ভরির দাম ১,২৫,৩৫০ টাকা
- ২২ ক্যারেট ১ ভরির দাম ১,১৭,১৭৭ টাকা
- ২১ ক্যারেট ১ ভরির দাম ১,০৭,০০০ টাকা
- ১৮ ক্যারেট ১ ভরির দাম ৯৫,৫৩০ টাকা
সময় ও স্থানভেদে ১ ভরি সোনার দাম কিছুটা কম বেশি হতে পারে। আজকে বাংলাদেশে সোনার
দাম অনুযায়ী উপরে সোনার দামের তালিকা দেওয়া হয়েছে। স্বর্ণের দাম প্রতিনিয়ত কম
বেশি হতেই থাকে। আপনি আজকে এই দামের মধ্যেই বাংলাদেশের যেকোনো জুয়েলার্স এর
দোকান থেকে উপরোক্ত ক্যারেট গুলোর স্বর্ণ উল্লেখিত দামে কিনতে পারবেন। আশা করি
আজকে ১ ভরি স্বর্ণের দাম কত সে সম্পর্কে জানতে পেরেছেন।
১ ভরি কত আনা
দেশীয় হিসেবে সোনা পরিমাপ করা হয় রতি, আনা, ভরি এককে। বাংলাদেশ রতি ও আনার একক
বহুল ব্যবহারিত। বাংলাদেশ সোনা রতি, আনা, ভরি এককে বিক্রয় করা হয়। সোনা আনাতে
পরিমাপ করা একটি ঐতিহ্যবাহী পরিমাপ পদ্ধতি। প্রাচীনকালের স্বর্ণ পরিমাপের পদ্ধতি
ছিল আনা। প্রাচীনকালে ১৬ আনায় এক ভরি হিসেবে নির্ধারণ করা হতো। তবে আন্তর্জাতিক
পর্যায় সোনার পরিমাপ করা হয় গ্রাম হিসেবে।
১ কেজি সমান কত ভরি স্বর্ণ
অনেকে প্রতিনিয়ত 10 গ্রাম সমান কত ভরি ও ১ কেজি সমান কত ভরি স্বর্ণ তা জিজ্ঞাসা
করেন। সাধারণত সোনার হিসাব করতে গেলে এরকম প্রশ্ন আসে। তাছাড়া ব্যবসায়ীরা
প্রতিনিয়ত এ সম্পর্কে জানতে চান। ১ কেজি সমান কত ভরি স্বর্ণ হয়। আমাদের দেশে
স্বর্ণ মূলত রতি, আনা, ভরি, পয়েন্ট এককে বিক্রয় হয়।
ক্যারেটের উপর ভিত্তি করে এই এককের দাম নির্ধারণ করা হয়। কিন্তু আন্তর্জাতিক
বাজারে স্বর্ণের ওজন গ্রাম হিসেবে বিক্রয় করা হয়। তাই স্বর্ণ বাইরের দেশ থেকে
কিনতে অথবা বিক্রয় করতে এর সঠিক মাপ জানা প্রয়োজন। ১ কেজি = ৮৫.৭৩ ভরি স্বর্ণ।
১ গ্রাম সমান কত ভরি
স্বর্ণ ক্রয় বিক্রয় করতে স্বর্ণের সঠিক মাপ ও ওজন সম্পর্কে জানার প্রয়োজন হয়।
হয়তো আপনি স্বর্ণ ক্রয় করতে গেলে এবং স্বর্ণ বিক্রয় করতে গেলে এর সঠিক মাপ
জানা থাকলে আপনি ব্যবসায়ী দ্বারা প্রতারিত হবেন না। আপনি যদি 10 গ্রাম সমান কত
ভরি জানা থাকে তাহলে আপনি ১ গ্রাম সমান কত ভরি সেটাও বের করতে পারবেন। এক গ্রাম
সমান ০.০৮৫৭ ভরি।
১ গ্রাম সমান কত আনা
প্রতিনিয়ত গহনা ব্যবসায়ীরা ১ গ্রাম সমান কত আনা তা জিজ্ঞাসা করেন। স্বর্ণ ক্রয়
বিক্রয় করতে হলে স্বর্ণের সঠিক ওজন সম্পর্কে জানতে হয়। আপনি যদি সঠিক ওজন
পরিমাপ করতে না জানেন সেক্ষেত্রে ক্রয় বিক্রয় লাভ এর চাইতে লোকসানের সম্মুখীন
হবেন। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা ১ গ্রাম সমান কত আনা তা জানতে চান। ১ গ্রাম
সমান ১.৩৭ আনা।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে ১ ভরি সোনা কত গ্রাম ও 10 গ্রাম সমান কত ভরি সে সম্পর্কে সঠিক
তথ্য শেয়ার করেছি। এছাড়া ১০০ গ্রাম কত ভরি, ১ ভরি স্বর্ণের দাম কত, ১ ভরি কত
আনা, ১ কেজি সমান কত ভরি স্বর্ণ, ১ গ্রাম সমান কত ভরি, ১ গ্রাম সমান কত আনা সে
সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি।
এছাড়া স্বর্ণ সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে
জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। এ সম্পর্কিত অন্যান্য আর্টিকেল
পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ
আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url