কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন
কিডনিতে পাথর হওয়ার কারণকিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন এমন বিষয় অনেকেরই জানা নেই। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউবিং জীবনে সফল ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই বিষয় গুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা অনেক জরুরী।
নিজের ভিডিও গুলো কে প্রমোট করার জন্য ভিডিও বুস্ট একটি গুরুত্বপূর্ণ উপায়। আপনি
নিজের ভিডিও গুলোকে বুস্ট করার মাধ্যমে প্রমোট করতে পারেন। কষ্ট করে ভিডিও তৈরি
করে সেখান থেকে যদি ইনকামই করতে না পারেন, তবে এতো কষ্টের কি কোনো দাম আছে। বৃথা
বৃথা সময় নষ্ট হবে। তাই কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন জেনে নিন।
পেজ সূচিপত্র: কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন
- কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন
- ইউটিউব ভিডিও বুস্ট কি
- ইউটিউব ভিডিও বুস্ট করতে খরচ কেমন
- ইউটিউব ভিডিও বুস্ট করলে লাভ কি
- বুস্ট করার জন্য কি কার্ড ব্যবহার করতে হয়
- কিভাবে শর্টস ভিডিও গুলো প্রমোট করবেন
- কিভাবে নিজের চ্যানেল প্রমোট করবেন
- চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিভাবে বাড়াবেন
- ইউটিউব থেকে ইনকাম কিভাবে শুরু করবেন
- লেখকের শেষ মন্তব্য
কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন
কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন এমন প্রশ্ন অনেকেরই। একজন ইউটিউবার হিসেবে সবাই
চায় নিজের ভিডিও গুলো কে সবার প্রথমে রাখতে। একজন দর্শক যখন ইউটিউব সার্চ করেন
কোনো একটা বিষয় সম্পর্কে লিখে, এবং আপনি যদি সেই বিষয় নিয়ে কোনো ভিডিও দিয়ে
থাকেন, আরা দর্শক সার্চ করলো কিন্তু আসলো না তাহলে কিন্তু আপনার ভিডিও গুলোতে
তেমন ভালো ভিউস আসবে না।
আপনার ঐ ভিডিও টা কে যদি সার্চ দেওয়া মাত্রই প্রথমে নিয়ে আসতে চান তাহলে আপনাকে
ভিডিও গুলোকে প্রমোটিং বা বুস্ট করাতে হবে। আপনি যদি ভিডিও বুস্ট করান তাহলে
দর্শক যখন আপনার ভিডিও এর বিষয় বস্তু সম্পর্কিত কোনো সার্চ করবে তখন আপনার
ভিডিওটি সবার সামনে চলে আসবে। এতে দর্শকরা আপনার ভিডিও বেশি দেখবে।
নিজের ভিডিও গুলোতে ভিউস বাড়ানো একজন ইউটিউবের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা শুধু
ঐ ইউটিউবারই জানে। একজন ইউটিউবার অনেক কষ্ট করে নিজের ভিডিও গুলো তৈরি করে থাকে,
কিন্তু তার ভিডিও গুলোতে যদি পর্যাপ্ত ভিউ না আসে, তাহলে তার ভালো একটা ইনকাম
জেনারেট হবে না। সকলেই তো ইউটিউবিং এর যাত্রা করে শুধু মাত্র ভালো একটা ইনকামের
আশায়। তাই অনেক কেই দেখা যায়, তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, কিন্তু
ভিডিও গুলো কেও দেখছে না বা এই সব ভিডিও দর্শকদের কাছে পৌঁছায় না। তাই ইউটিউব
ভিডিও বুস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।
সকল ইউটিবারদের জানা দরকার কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন। তাহলে চলুন বিষয়
গুলো সম্পর্কে ভালো ভাবে জেনে নেই, কিভাবে আপনি দ্রুত গতিতে সাবস্ক্রাইব, ওয়াচ
টাইম ইত্যাদি বাড়িয়ে নিজে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন।
১.গুগল এসইও ধরণের একটি কিওয়ার্ড দিবেন
গুগলে সার্চ করলেও কিন্তু আমরা ইউটিউবের অনেক গুলো ভিডিও পেয়ে থাকি। আর এই সকল
ভিডিও গুলো থেকেও প্রচুর পরিমাণে ভিউস জেনারেট করা সম্ভব হয়। গুগলের সার্চ
ইঞ্জিনের মাধ্যমে আনলিমিটেড ভিডিও ভিউস পাওয়া সম্ভব হচ্ছে। পৃথিবীতে সব থেকে বেশি
সার্চ করা হয়ে থাকে গুগলে। যেকোন বিষয়ে সবাই গুগলে এসেই সার্চ করে থাকে।
তাই আপনি যদি গুগল এসইও অনুযায়ী কোনো কিওয়ার্ড ব্যবহার করেন, তবে কোনো দর্শক যদি
গুগলে কোনো এক বিষয় নিয়ে সার্চ করে, আর আপনার ভিডিও যদি ঐ রিলেটেড হয়। তবে গুগল
আপনার ভিডিও টি ঐ দর্শকের কাছে নিয়ে দিবে। তাই নিজের ভিডিও গুলো গুগলে এসইও ধরণের
সার্চ কিওয়ার্ড ব্যবহার করবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার ভিডিও গুলো হলো
এক ধরণের, কিন্তু আপনি যে টাইটেল ব্যবহার করেছেন সেটি হচ্ছে অন্য কোনো এক টপিকের।
এরূপ ক্ষেত্রে কিন্তু দর্শক আপনার ভিডিও গুলো দেখবে না। ফলে আপনার ভিডিও
র্যাংকিং কমে আসবে এবং এক সময় এটি ডাউন হয়ে যাবে। তাই নিজের ভিডিও অনুযায়ী
টাইটেল ব্যবহার করবেন।
সুন্দর কিওয়ার্ড তৈরি করার যে নিয়ম গুলো অনুসরণ করবেন, সে গুলো নিচে ক্রমান্বয়ে
দেওয়া হলো। আশা করি এ গুলো ব্যবহার করে একটি সুন্দর কিওয়ার্ড টাইটেল দিতে পারবেন।
- টার্গেটেড কিওয়ার্ড গুলো নিজের ভিডিও টাইটেলে যোগ করুন।
- ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ও এগুলো ভালো ভাবে ব্যবহার করুন।
- ভিডিও ট্যাগের মধ্যেও আপনার ভিডিও এর কিওয়ার্ড গুলো ব্যবহার করুন।
- ভিডিও তৈরি করার সময় গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলোর শুদ্ধ উচ্চারণ করুন।
২. আকর্ষণীয় ভিডিও টাইটেল যোগ করুন
আমরা ভিডিও এর মাঝে যে লেখা গুলো দেখি, সে গুলোই মূলত টাইটেল। এগুলো দেখেই এক জন
দর্শক ভিডিও এর দিকে আকৃষ্ট হয়। তাই টাইটেল আপনার ভিডিও গুলো বুস্টের জন্য খুবই
গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। দর্শক যখন তার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ইউটিউবে ভিডিও
সার্চ করবেন, তখন সেখানে ইউটিউব আপনার ভিডিও গুলো কেও সামনে নিয়ে আসবে। এক্ষেত্রে
আপনি যদি একটি আকর্ষণীয় টাইটেল আপনার ভিডিওতে দিয়ে থাকেন, তাহলে ঐ দর্শক আপনার
ভিডিও এর দিকে বেশি আকৃষ্ট হবে। ফলে আপনার ভিডিও গুলো তে বেশি করে ক্লিক পড়বে।
আকর্ষণীয় টাইটেল আপনার ভিডিও গুলো কে ইউটিউব তার দর্শকদের সাজেস্ট ভিডিও হিসেবে
দিয়ে থাকে। যার ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউস পাওয়ার সম্ভবনা থাকে। আর
আপনার ভিডিও গুলো যদি সবাই দেখে থাকে, তাহলে আপনার ওয়াচ টাইম বাড়বে।
এতে আপনার ইনকামের পরিমাণও জেনারেট হবে। তাছাড়া আকর্ষণীয় টাইটেলের ব্যবহার যে
শুধু মাত্র এক জন দর্শকের কাছে পৌঁছাবে তা না। অনেকের কাছেই তখন ইউটিউব আপনার
ভিডিও গুলো পোঁছে দিবে।
আপনি আপনার চ্যানেলের ভিডিও গুলোতে যে ভাবে টাইটেল ব্যবহার করবেন, সে গুলো
সম্পর্কে একটি ধারণা নিচে দেওয়া হলো। এতে আপনার ভিডিও টাইটেল সুন্দর এবং আকর্ষণীয়
করার একটা ধারণা পেয়ে যাবেন।
- সর্বদা চেষ্টা করবেন, যাতে আপনার ভিডিও টাইটেল ছোট হয়।
- আপনার টাইটেল পড়ে ভিউয়ারসদের মনে নতুন কিছু জানার ভাব সৃষ্টি হবে এমন কিছু ব্যবহার করুন।
- ভিডিও টাইটেলে একটি মাত্র কিওয়ার্ড রাখার চেষ্টা করুন।
- আপনার টাইটেলটি প্রশ্ন বোধক ফরমেটে রাখার চেষ্টা করুন। কেননা এতে আপনার দর্শক বিষয়টি জানার জন্য অনেক উৎসাহ হবে।
- ভিডিও টাইটেল গুলোতে কেন, সিক্রেট টিপস, বেস্ট, আমার পরামর্শ ইত্যাদি ধরণের কিওয়ার্ড গুলো ব্যবহার করুন।
- আপনার ভিডিও এর সম্পূর্ণ বিষয় বস্তু বুঝানোর জন্য একটি সুন্দর টাইটেল ব্যবহার করুন।
৩. সুন্দর একটি থাম্বনেইলের ব্যবহার
আপনার ভিডিও গুলোর রিচ বাড়ানোর জন্য যে ঐ ভিডিও থাম্বনেইল কি পরিমাণ ভূমিকা রাখে।
সুন্দর একটি থাম্বনেইল আপনার ভিডিও এর অনেক রিচ এনে দিতে পারে। তাই আপনার উচিড
অনেকটা সময় নিয়ে আপনার ভিডিও গুলোর জন্য থাম্বনেইল প্রস্তুত করা। ইউটিউব চ্যানেল
খোলা যতটা সহজ, তার মতোই কঠিন একটা কাজ হলো নিজের ভিডিও গুলো কে ইউটিউব প্রমোট
করা। তাই আপনার চ্যানেলের ভিডিও গুলো অনেক অনেক দর্শকের সামনে নিয়ে আসতে হলে,
আপনার উচিত হবে ভিডিও গুলোতে আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করা।
একটি আকর্ষণীয় থাম্বনেইল কিভাবে আপনি তৈরি করতে পারেন, সেই বিষয়ে একটা ধারণা
দেওয়া হলো।
- ১২৮০×৭২০ পিক্সেল এবং ১৬:৯ অনুপাতের সঠিক থাম্বনেইল ব্যবহার করবেন।
- থাম্বনেইল এর ব্যাকগ্রাউন্ডে একটি আকর্ষণীয় ছবির ব্যবহার করুন।
- বড় বড় টেক্সট যুক্ত টাইটেল ব্যবহার করবেন এবং ভিন্ন ভিন্ন রং ব্যবহার করবেন।
- হাই কোয়ালিটির ছবি ব্যবহার করবেন।
- থাম্বনেইল গুলোতে নিজের ছবি ব্যবহার করার চেষ্টা করবেন।
৪. ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাবেন
বর্তমানে জনপ্রিয় এমন কিছু বিষয় নিয়ে নিজের ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করবেন।
এক্ষেত্রে আপনার ভিডিও গুলোতে বেশি বেশি ভিউস পাবেন। তাই সর্বদা চেষ্টা করবেন
ট্রেন্ডিং সাবজেক্ট নিয়ে নিজের ভিডিও গুলো তৈরি করার।
৫.নিজের ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন
সব সময় চেষ্টা করবেন নিজের ভিডিও গুলো কে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে
প্রমোট করার। এতে বেশি দর্শকের কাছে আপনার চ্যানেলটি পরিচিত পাবে। যার কারনে
আপনার ভিডিও গুলোতে দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে। তাই যখনই কোনো ভিডিও আপলোড দিবেন,
সে গুলো সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার দিবেন।
ইউটিউব ভিডিও বুস্ট কি
ইউটিউব ভিডিও বুস্ট হলো আপনার ভিডিও গুলো কে প্রমোট করা। এতে আপনার ভিডিও গুলো
অনেক দর্শকের কাছে পৌঁছাবে। ফলে আপনি বেশি সংখ্যাক ভিউস লাভ করতে পারবেন। নতুন
ইউটিউবার যারা আছেন তাদের জানা উচিত কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন। কারণ আপনার
ভিডিও গুলল বুস্ট করতেে না পারলে আপনার ভিডিও গুলো তেমন কোনো মানুষের কাছে
পৌঁছেবে না। তাই নিজের ভিডিও গুলো আপলোড করার পরই আপনি চেষ্টা করবেন নিজ ভিডিও
বুস্ট করার জন্য।
ইউটিউব ভিডিও বুস্ট করতে খরচ কেমন
ইউটিউব ভিডিও বুস্ট করতে খরচ কেমন বিষয়টি আমরা জেনে নেই চলুন। আপনি যদি আপনার
ভিডিও গুলো পেইড ভাবে ইউটিউব কে দিয়ে বুস্ট করাতে চান, তাহলে অল্প কিছু খরচ
আপনাকে করতে হবে। তবে এতে আপনার ভিডিও বা চ্যানেলের প্রমোটিং খুব দ্রুত হবে। আমরা
যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, তখন ভিডিও এর সামনে, মাঝে কিংবা শেষে শর্টস টাইপের
কিছু ভিডিও দেখি। যেগুলো কমপক্ষে পাঁচ মিনিট করে দেখতেই হয়। এগুলোই হলো বুস্টিং
ভিডিও।
ইউটিউব ভিডিও বুস্ট করলে লাভ কি
ইউটিউবে যদি আপনার ভিডিও গুলল বুস্ট করেন, তাহলে এতে আপনার অনেক লাভ আছে। আপনি
অনেক কষ্ট করে ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি, ভিডিও এর কোয়ালিটি , প্রায় সব
কিছুই অনেক ভালো। কিন্তু দেখা গেল আপনার ভিডিওটি কেউ দেখলো না। এতে আপনার পুরো
সময়টিই অপচয় হবে। আপনার কোনো ইনকাম আসবে না। তাই ভিডিও বুস্ট করা প্রয়োজন। তাহলে
আপনার চ্যানেল এবং ভিডিও গুলো বেশি বেশি মানুষের কাছে পৌছাবে।
বুস্ট করার জন্য কি কার্ড ব্যবহার করতে হয়
ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য আপনি যেকোন ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে
পারেন। মাস্টার কার্ড দিয়ে। অনেকেই ইউটিউব ভিডিও গুলল বুস্টিং করে থাকে।
আরো পড়ুন: নতুনদের জন্য সেরা ড্রোন ক্যামেরা কোনগুলো
মাস্টার কার্ড বাংলাদেশে আইবিএল ব্যাংক সহ বর্তমানে আরও কিছু ব্যাংক দিয়ে
থাকেন। আর ডুয়েল কারেন্সি কার্ড একুয়া, ইসলামি ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক যে
কোন জায়গা থেকেই নেওয়া যায়।
কিভাবে শর্টস ভিডিও গুলো প্রমোট করবেন
আপনার ইউটিউবের শর্টস ভিডিও গুলো প্রমোট করার জন্য আপনার চ্যানেলের দর্শক সংখ্যা
বাড়াবেন। নিজের দর্শকদের সাথে যোগাযোগ রাখবেন। তাদের কে নিজের ভিডিওতে লাইক,
কমেন্ট ও শেয়ার করার জন্য উৎসাহিত করবেন। আপনার ভিডিও গুলো তে যদি বেশি বেশি
ক্লিক পড়ে তবে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়। কারণ অতিরিক্ত ক্লিক পড়লে
ইউটিউব নিজেই আপনার ভিডিও ভাইরাল করবে।
কিভাবে নিজের চ্যানেল প্রমোট করবেন
ইউটিউবারের কাছে নিজের চ্যানেলকে প্রমোট করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ
তার ইউটিউব চ্যানেল কে যদি প্রমোট করা যায়, তবে তার ভিউয়ারস সংখ্যাও বেড়ে যাবে।
এতে করে তার কোয়ালিটি ফুল ভিডিও গুলোতে আপনারর ওয়াচ টাইম বেশি আসবে। আর ওয়াচ টাইম
বেশি মানে, আপনার ইনকাম জেনারেট বেশি হবে। তাই কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন এ
বিষয়ে যেহুতো বলা হয়েছে, এই নিয়ম গুলো মেনেই আপনার নিজ চ্যানেল প্রমোট করতে
পারবেন।
চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিভাবে বাড়াবেন
আপনার দর্শকদের সাথে নিজের যোগাযোগ বৃদ্ধি করবেন। তাদের কে উৎসাহিত করবেন নিজের
চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার সংখ্যা বেশি
থাকে, তবে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি রিচ করবে।
ভিউয়ারস সংখ্যা খুন দ্রুত বৃদ্ধি পাবে। তাই আপনি কঠোর পরিশ্রম করে যাবেন নিজের
চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর জন্য।
ইউটিউব থেকে ইনকাম কিভাবে শুরু করবেন
ইউটিউবের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যে গুলো পূরণ করে আপনি আপনার ইনকামের যাত্রা
শুরু করতে পারবেন।
আরো পড়ুন: পেঁয়াজের রসের হেয়ার প্যাক
মূলত আপনার চ্যানেলটিতে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে, তখন থেকেই আপনার ইনকামের পথ
সুগম হতে থাকবে। এক হাজার সাবস্ক্রাইবার আর নির্দিষ্ট কিছু নিয়ম পূরন করতে পারলেই
আপনার ইউটিউব চ্যানেল কে মনিটাইজ করার জন্য আবেদন করতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ আজকের আর্টিকেলটি লেখা হয়েছে কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন।
আশা রাখবো আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। বিষয়টি সম্পর্কে আরো তথ্য আপনার
জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে এটি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url