স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ - স্যামসাং ফ্রিজ অফার

স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জেনে আপনি যেকোন দোকান থেকে অথবা অনলাইন শপ এর মাধ্যমে স্যামসাং ফ্রিজ কিনতে পারবেন। স্যামসাং ফ্রিজ সবচাইতে সেরা ব্র্যান্ড গুলোর মধ্যে একটি। কেননা স্যামসাংয়ের পণ্য গুলো আমরা দীর্ঘদিন থেকে ব্যবহার করি। এর গুণগত মান অনেক ভালো। স্যামসাং ফ্রিজ অফার চলাকালীন সময় কিনলে কিছুটা কম দামে পাওয়া যায়।
স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ - স্যামসাং ফ্রিজ অফার
স্যামসাং ফ্রিজ গুনে ওমানে সবচেয়ে এগিয়ে রয়েছে। অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজ গুলোর চাইতে এর দাম কিছুটা বেশি। কিন্তু অন্যান্য ব্র্যান্ডের চাইতে এটি দীর্ঘস্থায়ী ও টেকসই। উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে স্যামসাং ফ্রিজের কাঠামো তৈরি করা হয়েছে। উন্নত প্রযুক্তি গুলোর মাধ্যমে স্যামসাং ফ্রিজ গ্রাহকদের প্রচুর সুবিধা দিচ্ছে। স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ও স্যামসাং ফ্রিজ অফার সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ - স্যামসাং ফ্রিজ অফার

স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ
স্যামসাং ফ্রিজ অফার
স্যামসাং ফ্রিজের দাম ২০২৩
স্যামসাং ফ্রিজ বাংলাদেশ প্রাইস ২০২৪
স্যামসাং ডাবল ডোর ফ্রিজের দাম
স্যামসাং ফ্রিজ কেমন
স্যামসাং ফ্রিজের দাম কত

স্যামসাং ফ্রিজের সুবিধা

স্যামসাং ফ্রিজের বেশ কিছু সুবিধা রয়েছে যা বলে শেষ করার মত নয়। স্যামসাং ফ্রিজ দামি উন্নত ব্র্যান্ড গুলোর মধ্যে একটি। অন্যান্য ফ্রিজ ব্র্যান্ডগুলোর চাইতে এর দাম কিছুটা বেশি। যে পণ্য মানে ভালো নিশ্চয় তার দামও ভালো। কেননা ভালো জিনিস পেতে হলে অবশ্যই বেশি টাকা খরচ করতে হবে। স্যামসাং ফ্রিজের বেশ কিছু সুবিধা রয়েছে। নিচে স্যামসাং ফ্রিজের সুবিধাগুলো পয়েন্ট আকারে আলোচনা করা হলোঃ
  • বিদ্যুৎ সাশ্রয়ী
  • দীর্ঘদিন খাবার সংরক্ষণ
  • ফ্রস্ট ফ্রি সুবিধা
  • স্মার্ট ফিচার
  • ধারণ ক্ষমতা
  • সহজে পরিষ্কারক
  • আকর্ষণীয় ডিজাইন
  • দীর্ঘদিনের ওয়ারেন্টি
বিদ্যুৎ সাশ্রয়ীঃ স্যামসাং ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী। স্যামসাং ফ্রিজে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ইনভার্টার প্রযুক্তি। উন্নত মানের ইনভার্টার প্রযুক্তি ফ্রিজের বিদ্যুৎ খরচ সাশ্রয়ী করে। দীর্ঘদিন ফ্রিজকে কার্যকর রাখতে সাহায্য করে।

দীর্ঘদিন খাবার সংরক্ষণঃ স্যামসাংয়ের প্রত্যেকটি মডেলের ফ্রিজগুলোতে দীর্ঘদিন খাবার সংরক্ষণ করতে পারবেন। এ রয়েছে উন্নত কুলিং সিস্টেম যা দ্রুত খাবার কে ঠান্ডা করে ও দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে। এই ফ্রিজের বিশেষ সুবিধা হল একটি খাবারের গন্ধ অন্য খাবারে মিশে যায় না। অটোমেটিকলি ফ্রিজ দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

ফ্রস্ট ফ্রি সুবিধাঃ স্যামসাং ফ্রিজে রয়েছে ফ্রস্ট ফ্রি সুবিধা। ফলে ফ্রিজে দীর্ঘদিন খাবার রাখলে অথবা ফ্রিজের পাওয়ার কমবেশি হলেও ফ্রিজে বরফ জমে না। এটি অটোমেটিকলি তার কার্যক্রম পরিচালনা করে ম্যানুয়াল ডিফ্রস্ট এর কোন ঝামেলা নেই।

স্মার্ট ফিচারঃ স্যামসাং ফ্রিজ গুলোতে বেশ কিছু স্মার্ট ফিচার রয়েছে। ভিন্ন ভিন্ন মডেল অনুযায়ী স্যামসাং এর ফ্রিজে ভিন্ন ভিন্ন স্মার্ট ফিচার রয়েছে। বেশ কিছু ফ্রিজে খাবারের তালিকা দেখা যায়। পাশাপাশি দ্রুত খাবার ঠান্ডা করা ও বরফ তৈরি করার সুবিধা রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ফ্রিজের ফাংশনগুলো পরিবর্তন করতে পারবেন।

ধারণ ক্ষমতাঃ স্যামসাং এর প্রত্যেকটি ফ্রিজ বড় ধারণ ক্ষমতা সম্পন্ন। স্যামসাং এর ফ্রিজ গুলোতে রয়েছে অধিক স্টোরেজ। বড় ধারণ ক্ষমতা হওয়ায় আপনি যেকোন খাবার অনায়াসে রাখতে পারবেন। বেশি ধারণ ক্ষমতা হওয়ায় প্রচুর পরিমাণে খাবার সংরক্ষণ করা যায়। এটি গ্রাহকের জন্য অত্যন্ত সুবিধা জনক।

সহজে পরিষ্কারকঃ স্যামসাং ফ্রিজ সহজে পরিষ্কার করা যায়। স্যামসাং ফ্রিজের বেশ কিছু মডেল রয়েছে যেগুলোর উপরের ও নিচের ডোর দুইটি ভাগে বিভক্ত। ফলে সকল ডোর একসাথে খুলে সহজে পরিষ্কার করা যায়।

আকর্ষণীয় ডিজাইনঃ স্যামসাং ফ্রিজ গুলো প্রত্যেকটি আকর্ষণীয় ডিজাইনের। দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় সহজেই গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করেছে। স্যামসাং ফ্রিজ অত্যন্ত টেকসই ও মজবুত হওয়ায় গ্রাহকের পছন্দের তালিকায় রয়েছে স্যামসাং ফ্রিজ। স্যামসাং ফ্রিজ গুলোর ডিজাইন ভিন্ন ভিন্ন রকম। বেশ কিছু ডিজাইনের উপরে দুইটি ও নিচে দুইটি করে ডোর থাকে। যা একসাথে আলাদা আলাদা ভাবে খোলা যায়। এই ডোর গুলো একসাথে খুললে দেখতে প্রজাপতির মতো মনে হয়। যা বাটারফ্লাই ফ্রিজের মত ডিজাইন।

দীর্ঘদিনের ওয়ারেন্টিঃ স্যামসাং ফ্রিজে রয়েছে দীর্ঘদিনের ওয়ারেন্টি। অন্যান্য কোম্পানির ফ্রিজের চাইতে স্যামসাং কোম্পানির ফ্রিজের দীর্ঘদিনের ওয়ারেন্টি রয়েছে। আপনি খুব সহজেই স্যামসাং ফ্রিজ কোন সমস্যা হলে ওয়ারেন্টির মাধ্যমে সার্ভিসিং করে নিতে পারবেন। যা প্রত্যেকটি গ্রাহকের জন্য অত্যন্ত সুবিধা জনক।

স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ

অনেকে স্যামসাং ফ্রিজ কিনবেন বলে স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে খোঁজ করেন। স্যামসাং ফ্রিজের দাম প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে। স্যামসাং ফ্রিজ বাইরের দেশ থেকে আমদানিকৃত। বাইরের দেশে ফ্রিজ তৈরির উপকরণ গুলোর দাম বৃদ্ধি পেলে বাংলাদেশেও এই ফ্রিজ গুলোর দাম বৃদ্ধি পায়। স্যামসাং ফ্রিজের দাম মডেল, কোয়ালিটি, 
স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ - স্যামসাং ফ্রিজ অফার
ধারণ ক্ষমতা, ওয়ারেন্টির মেয়াদের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। ভিন্ন ভিন্ন ফ্রিজের দাম ভিন্ন রকম। স্যামসাং ফ্রিজ বাজেট ফ্রেন্ডলি। আপনি আপনার নির্দিষ্ট বাজেট অনুযায়ী ওই কোয়ালিটির স্যামসাং ফ্রিজ পেয়ে যাবেন। নিচে ভিন্ন ভিন্ন মডেলের, ভিন্ন কালারের, আকর্ষণীয় সব ফিচারের স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ এর তালিকা দেওয়া হলঃ

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RB21KMFH5SE/D3
ধারণ ক্ষমতাঃ 218L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 49,900

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RT29HAR7DS8/D3
ধারণ ক্ষমতাঃ 275L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 59,900

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RB31FSRNDSA/B3
ধারণ ক্ষমতাঃ 310L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 75,900

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RT35CG5420B1SE
ধারণ ক্ষমতাঃ 348L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 91,900

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RT35CB564422ST
ধারণ ক্ষমতাঃ 348L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 109,900

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RT42CG6422S9TC
ধারণ ক্ষমতাঃ 415L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 129,000

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RT42CB664422ST
ধারণ ক্ষমতাঃ 415L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 125,000

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RS76CB811333HL
ধারণ ক্ষমতাঃ 653L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 151,000

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RS74R5101SL/TL
ধারণ ক্ষমতাঃ 676L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 202,900

ব্র্যান্ডঃ স্যামসাং
মডেলঃ RS72R50112C/TL
ধারণ ক্ষমতাঃ 700L
ওয়ারেন্টিঃ 10 Year
দামঃ 247,000

প্রিয় পাঠক উপরে ভিন্ন ভিন্ন মডেলের ভিন্ন ডিজাইনের, ভিন্ন কোয়ালিটির স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ এর তালিকা দিয়েছি। সময়ের পরিবর্তনে এই ফ্রিজ গুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে। আজকের আপডেট দাম অনুযায়ী উপরে তালিকা দিয়েছি। আপনারা উপরে দেওয়া মডেল গুলোর মধ্যে থেকে যেকোনো, 

মডেল পছন্দ হলে স্যামসাং এর নির্দিষ্ট শোরুম থেকে উপরে দেওয়া দামে ফ্রিজ গুলো কিনতে পারবেন। প্রিয় পাঠক আশা করি স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

স্যামসাং ফ্রিজ অফার

সারা বছর স্যামসাং ফ্রিজের অফার পাওয়া যায় না। নির্দিষ্ট কিছু সময়ে কোম্পানি নিজ ইচ্ছায় স্যামসাং ফ্রিজের অফার প্রকাশ করেন। অনেকে স্যামসাং ফ্রিজ অফার সম্পর্কে জানতে চান। স্যামসাং ফ্রিজের আকর্ষণীয় অফার পাওয়া যায়। স্যামসাং ফ্রিজের অফার চলাকালীন সময়ে ফ্রিজ কিনলে দাম কিছুটা কম পাওয়া যায়। বর্তমান সময়ে স্যামসাং ফ্রিজে আকর্ষণীয় অফার চলছে। 

স্যামসাং এর ফ্রিজ, টিভি, এসি কিনলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া পুরনো ফ্রিজ বদলিয়ে স্যামসাংয়ের নতুন ফ্রিজ কিনলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড়। তাছাড়া ভিন্ন ভিন্ন মডেলগুলোতে বেশ কিছু অফার দিয়েছে। এরমধ্যে ৩২১ লিটার ফ্রিজের দাম ৫৫,৯০০ টাকা
  • ৩৯৪ লিটার ফ্রিজের দাম ৫৯,৯০০ টাকা
  • ৪৬৫ লিটার ফ্রিজের দাম ৭৪,৯০০ টাকা
সময় ও স্থানভেদে এই মডেল গুলোর দাম কিছুটা পরিবর্তন হতে পারে। তবে অফার চলাকালীন সময়ে এই দামে আপনি স্যামসাং ফ্রিজের শোরুম থেকে এই ফ্রিজগুলো কিনতে পারবেন। স্যামসাং কোম্পানি স্যামসাং ফ্রিজ অফার যেকোনো সময় পরিবর্তন করতে পারেন। প্রিয় পাঠক আশা করি স্যামসাং ফ্রিজ অফার সম্পর্কে জানতে পেরেছেন।

স্যামসাং ফ্রিজের দাম ২০২৩

অনেকে প্রতিনিয়ত স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ও স্যামসাং ফ্রিজের দাম ২০২৩ সম্পর্কে খোঁজ করেন। স্যামসাং ফ্রিজের দাম ২০২৪ সালের চাইতে ২০২৩ সালে কিছুটা কম ছিল। সময়ের পরিবর্তনে ২০২৪ সালে স্যামসাং ফ্রিজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেননা স্যামসাং ফ্রিজ তৈরীর উপকরণ গুলো বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। 

বাইরের দেশে এই উপকরণ গুলোর দাম কম বেশি হলে আমাদের দেশেও এর দাম বৃদ্ধি পায়। তুলনামূলকভাবে ২০২৩ সালে স্যামসাং ফ্রিজের উপকরণ গুলোর দাম কিছুটা কম ছিল যা ২০২৪ সালের বৃদ্ধি পেয়েছে। তাই ২০২৪ সালের স্যামসাং ফ্রিজের দাম কিছুটা বেশি।

স্যামসাং ফ্রিজ বাংলাদেশ প্রাইস ২০২৪

স্যামসাং ফ্রিজ অফার ও স্যামসাং ফ্রিজ বাংলাদেশ প্রাইস ২০২৪ সম্পর্কে অনেকেই জানেন না। স্যামসাং গ্রুপের বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন কোয়ালিটির ফ্রিজ রয়েছে। কোয়ালিটি অনুযায়ী ভিন্ন ভিন্ন ফ্রিজ গুলোর দাম ভিন্ন রকম। কোয়ালিটির প্রকার ভেদে মডেল, ফ্রিজের ধারণ ক্ষমতা, ওয়ারেন্টির মেয়াদ, ফ্রিজের ধরন এর উপর ভিত্তি করে স্যামসাং ফ্রিজের দাম নির্ধারিত হয়। 

স্যামসাং ফ্রিজ ২০২৪ সালে ভিন্ন ভিন্ন দামে বিক্রয় হচ্ছে। সর্বনিম্ন কোয়ালিটির স্যামসাং ফ্রিজ ৩৮-৫০ হাজার টাকার মধ্যে বিক্রয় হচ্ছে। মিডিয়াম কোয়ালিটির স্যামসাং ফ্রিজ ৫২-৮৫ হাজার টাকার মধ্যে বিক্রয় হচ্ছে। সর্বোচ্চ কোয়ালিটির স্যামসাং ফ্রিজ ৯০,০০০-২লক্ষ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে।

স্যামসাং ডাবল ডোর ফ্রিজের দাম

স্যামসাং বেশ কয়েকটি কোয়ালিটি ডাবল ডোর ফ্রিজ রয়েছে। সাধারণত মডেলের পার্থক্য অনুযায়ী ডাবল ডোর ফ্রিজ গুলোর দাম নির্ধারিত হয়। ভিন্ন ভিন্ন কোয়ালিটির ডাবল ডোর ফ্রিজের দাম ভিন্ন রকম। স্যামসাং এর বেশ কিছু মডেলের ডাবল ডোর ফ্রিজ রয়েছে। মিডিয়াম কোয়ালিটি স্যামসাং ডাবল ডোর ফ্রিজ এর দাম ৫৫-৮৫ হাজার টাকা। সর্বোচ্চ কোয়ালিটির স্যামসাং ডাবল ডোর ফ্রিজের দাম ৯০,০০০-২ লক্ষ টাকা। সময় ও স্থানভেদে এই দাম কিছুটা কম বেশি হতে পারে।

স্যামসাং ফ্রিজ কেমন

অনেকে প্রতিনিয়ত স্যামসাং ফ্রিজ কেমন সে সম্পর্কে জানতে চান। অন্যান্য কোম্পানির চাইতে স্যামসাং ফ্রিজ গুণে ওমানে সবচেয়ে সেরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্যামসাং ফ্রিজ প্রস্তুত করা হয়েছে। উন্নত সব টেকনোলজি গুলো স্যামসাং ফ্রিজ কে দীর্ঘস্থায়ী টেকসই করেছে। স্যামসাং ফ্রিজে রয়েছে উন্নত ইনভার্টার প্রযুক্তি, উন্নত কুলিং সিস্টেম, 

স্মার্ট স্কিন, এনার্জি সেভিং টেকনোলজি যা স্যামসাং ফ্রিজকে সবচাইতে সেরা হিসাবে তৈরি করেছে। স্যামসাং ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করা যায়। নির্দ্বিধায় বলা যায় স্যামসাং ফ্রিজ অনেক ভালো।

স্যামসাং ফ্রিজের দাম কত

স্যামসাং ফ্রিজের দাম ভিন্ন রকম। সাধারণত মডেলের পার্থক্য অনুযায়ী স্যামসাং ফ্রিজের দামের পার্থক্য লক্ষ্য করা যায়। ভিন্ন ভিন্ন কোয়ালিটির স্যামসাং ফ্রিজের দাম ভিন্ন রকম। আপনি সর্বনিম্ন ৪০ হাজার টাকার মধ্যে স্যামসাং ফ্রিজ পেয়ে যাবেন। সর্বোচ্চ কোয়ালিটির স্যামসাং ফ্রিজের দাম ২ লক্ষ টাকারও বেশি। তবে স্যামসাং ফ্রিজ গুলো বাজেট ফ্রেন্ডলি। আপনার বাজেটের মধ্যে স্যামসাং ফ্রিজ অনায়াসে পেয়ে যাবেন।

লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলটিতে স্যামসাং ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ ও স্যামসাং ফ্রিজ অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া স্যামসাং ফ্রিজের প্রত্যেকটি বিষয় ও দাম নিয়ে সঠিক তথ্য শেয়ার করেছি। স্যামসাং ফ্রিজ সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত অথবা মূল্য সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের মূল্য তালিকা ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪