বাংলা ইউটিউব চ্যানেলের নাম - ফানি ইউটিউব চ্যানেলের নাম সমূহ

বন্ধুরা আপনার কি বাংলা ইউটিউব চ্যানেলের নাম বাছাই করতে সমস্যা হচ্ছে?  তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমি ফানি ইউটিউব চ্যানেলের নাম এবং বাংলা ইউটিউব চ্যানেলের নাম বাছাই করারা উপায় বলে দিবো। চলুন তাহলে জেনে নেয়া যাক বাংলা ইউটিউব চ্যানেলের নাম এবং ফানি ইউটিউব চ্যানেলের নাম সমূহ।

পোস্ট সূচিপত্রঃ বাংলা ইউটিউব চ্যানেলের নাম- ফানি ইউটিউব চ্যলেনের নাম  সমূহ

বাংলা ইউটিউব চ্যানেলের নাম সমূহ

বাংলা ইউটিউব চ্যানেলের নাম বাছাই করা আমাদের প্রত্যেক নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়াটারদের অত্যাবশ্যক। কারণ একটা চ্যানেল একটা ব্র্যান্ডে পরিণত হতে পারে। বাংলা ইউটিউব চ্যানেলের নাম আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট সুন্দর ভাবে রাখা উচিৎ, যাতে সহজেই দর্শকরা সেটা মুখস্থ করে রাখতে পারে। বাংলা ইউটিউব চ্যানেলের নাম যতটা সুন্দর এবং ইউনিক হবে, দর্শকদের নিকট চ্যানেলের ততটাই গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে।

আপনি যখন একটি ফানি ইউটিউব চ্যানেলের নাম কিংবা বাংলা ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করে কাজ করবেন দর্শকরা সেই নামটি কি সুন্দর করে নিয়ে নেবে। একটি ইউনিক চ্যানেল নাম অনেক চ্যানেলের নাম অনেক চ্যানেলের থেকে আপনার চ্যানেলে কনটেন্ট প্রায়োরিটি বেশি থাকবে। আমাদের অনেকেরই ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে। একটা সময় ক্যারিয়ারের ধারক এবং বাহক ইউটিউব চ্যানেল হয়ে থাকে। 

অনেকেই ক্যারিয়র গড়ার জন্য ইউটিউব চ্যানেলকে বেছে নিয়ে থাকে। ইউটিউব চ্যানেল সবাই করতে পারে কিন্তু বাংলা ইউটিউব চ্যানেলের নাম কিংবা সুন্দর নাম ও ইউনিক নাম ক'জনই বা বাছাই করতে পারে। একটি ইউটিউব চ্যানেলের শুরু থেকেই চ্যানেল নামটা অনেক গুরুত্বপূর্ণ প্রদান করে। বাংলা ইউটিউব চ্যানেলের নাম চ্যানেলে ভিডিও গুলো কে ব্র্যান্ড কনটেন্ট এ পরিণত করে। আমরা আজকের এই পোস্টে ইউনিক ফানি ইউটিউব চ্যানেলের নাম এবং বাংলা ইউটিউব চ্যানেলের নাম সমূহ সাজিয়ে রেখেছি। 

যা আপনি বাছাই করে আপনার যেকোনো নতুন চ্যানেলে ব্যবহার করতে পারবেন কিছুটা অদল বদল অথবা সম্পূর্ণটা কপি করে। এই পর্যায়ে বাংলা ইউটিউব চ্যানেলের নাম আইডিয়া আপনার সাথে শেয়ার করেছি আপনার নতুন ইউটিউব চ্যানেলের জন্য এই বাংলা ইউটিউব চ্যানেলের নাম গুলো যোগ্য প্রমাণিত হবে।আপনার কনটেন্ট ফানি হোক কিংবা বিনোদন বিষয়ে হোক এই পোস্টটা আপনি সব ধরনের বাংলা ইউটিউব চ্যানেলের নাম এবং ফানি ইউটিউব চ্যানেলের নাম পেয়ে যাবেন।

  • Holy Bangla Tube
  • Entertainers Club
  • Entertainers Club BD
  • Mordan Bangla TV
  • Banglish Fun
  • গ্রাম আর বাংলা
  • একাত্তরের দল

ফানি ইউটিউব চ্যানেলের নাম সমূহ

বাংলাদেশের প্রতিষ্ঠিত ফানি ইউটিউব চ্যানেলের নাম সংখ্যা কিন্তু কম না। এদের মধ্য থেকে বেছে বেছে কিছু চ্যানেলকে তালিকার মধ্যে সামিল করা মোটেই সহজ একটি কাজ ছিল না। আমি নিজে ক্রমান্বয়ে সেই সকল ফানি ইউটিউব চ্যানেলের নাম তালিকা আকারে প্রকাশ করছি এবং এই আর্টিকেলের শেষে আমি কিছু গানের ইউটিউব চ্যানেলের নাম নিয়ে আলোচনা করবো। নিম্নে ফানি ইউটিউব চ্যানেলের নাম গুলো ক্রমান্বয়ে সাজানো হলো-

  • Family Entertainment BD
  • RnR
  • The Ajaira LTD
  • Prank King Entertainment 
  • Pagla Director 
  • Lony's Work 
  • The Bong Guys
  • Cinebap
  • Thasination
  • Bitik Baaz

বাংলা চ্যানেলের নাম

বাংলায় যারা ইউটিউবিং করতে চাচ্ছেন, তারা একটি সুন্দর দেখে বাংলা ইউটিউব চ্যানেলের নাম বেছে নিবেন। এতে করে বাঙালি অডিয়েন্স থেকে বেশি সাড়া পাবেন। বাংলায় কথা বলা মানুষ গুলো বাংলা চ্যানেল খুলে ইউটিউব ভিডিও আপলোড করুন। এতে করে বাংলার দর্শকদের সাথে আপনার চ্যানেলের নাম গুলো বৃদ্ধি পাবে। কিভাবে একটি বাংলা চ্যানেলে নাম খুঁজে পাবেন সেটা নিয়ে ভাবছেন? আমি আপনার চারপাশের প্রকৃতি এবং চ্যানেলে নিউজ চ্যানেলে নামে ধারণা দিতে পারেন। 

নিচে বাংলা ইউটিউব চ্যানেলের নাম সমূহ দিব যা সম্পূর্ণ ইউনিক এবং আপডেটে। এ পর্যায়ে  আমি ফানি ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে দিয়েছি৷ এবার বাংলা চ্যানেলের নাম দেওয়া হলো৷ আপনি যদি বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড দিতে চান তাহলে আপনাকে এই নাম গুলো অনুপ্রেরণা যোগাবে।

  • 10 Minute School 
  • Sohag360
  • Khalid Frhan
  • Freelancer Nasim 
  • SOMOY TV
  • Jamuna TV
  • Growbig
  • Family Entertainment 
  • Anayet Chowdhury 
  • Ki kano kivabe
  • মায়াজাল

সেরা ইউটিউব চ্যানেলের নাম

সেরা ইউটিউব চ্যানেল বলতে গেলে সাবস্ক্রাইব এর ভিত্তি করেও বলা যায় আবার ভিউ এর ওপর ভিত্তি করেও সেরা ইউটিউব চ্যানেল বলা যায়। একটু আগে আমি পোস্টের প্রথমেই বাংলা ইউটিউব চ্যানলের নাম এবং ফানি ইউটিউব চ্যানেলের নাম নিয়ে আলোচনা করেছি৷ তবে এই বার আমি সেরা ইউটিউব চ্যানেলের কয়েকটি নাম উল্লেখ করে দিবো যার ভিউ ও সাবস্ক্রাইব অনেক বেশি সেরকম।

  • SOMOY TV
  • মায়াজাল
  • Jamuna TV
  • Eagla music video station
  • G-sreies (music)
  • Farjana Drawing Academy 
  • Anupam Movie songs
  • Rabbitholebd  sports 
  • Rabbitholebd Entertainment 
  • Bongo BD
  • Sangeeta Music
  • Rtv Drama
  • Independent Television 
  • CD choice 

ইউটিউব চ্যানেলের নাম সমূহ

বাংলাদেশের এমন অনেক গুলো ইউটিউব চ্যানেল আছে যেগুলো সাবস্ক্রাইবের শীর্ষে সবার এরকম কয়েকটি বাংলা ইউটিউব চ্যানেলের নাম নিয়ে আলোচনা করবো।

Anupam Movie Songs: বাংলাদেশের সেরা ইউটিউব চ্যানেলের তালিকায় Anupam Movie Songs সবার শীর্ষে। এটি একটি বিনোদন মূলক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে আমাদের বাংলাদেশের বাংলা সিনেমার গান সমূহ প্রদর্শন করা হয়ে থাকে। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ২.২ মিলিয়নের বেশি। আমাদের বাংলাদেশি সিনেমার গানের ঐতিহ্য রক্ষার্থে এই চ্যানেলটি অতুলনীয় ভূমিকা পালন করছে। 

Rabbitholebd sports:  বাংলাদেশের ২য় তম ইউটিউব চ্যানেলের স্থানে রয়েছে Rabbitholebd sports. এটি একটি খেলাধুলা বিষয়ক চ্যানেল যা বাংলাদেশের ক্রিকেট প্রমী মানুষের জন্য  অতিব প্রিয়ো একটি চ্যানেলের নাম। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ২.৬ মিলিয়নের বেশি। বাংলাদেশের ক্রিকেটের সকল খবরা খবর, সকল উত্তেজনা মূলক মুহূর্ত, বিভিন্ন হাইলাইটেড এক কথায় ক্রিকেট এর সকল তথ্য ভিডিও দ্বারা উপস্থাপন করা হয় এই চ্যানেলে।

Channel i tv: channel i বাংলাদেশের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল। এটি সম্পূর্ণ বিনোদন মূলক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২.৭ মিলিয়নের বেশি।

AroundMeBD: তালিকার চতুর্থ স্থানে আছে এই ইউটিউব চ্যানেল টি। এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ১.৮ মিলিয়নের ও বেশি। বিভিন্ন রান্না বিষয়ক ভিডিওর জন্য এই চ্যানেলটি জনপ্রিয়। 

গানের ইউটিউব চ্যানেলের নাম

আমি এ পর্যন্ত যে কয়টি ইউটিউব চ্যানেলের নাম বলেছি তার অনেকটিই গানের ইউটিউব চ্যানেল ছিলো। যেমন- Anupam Movie Songs, sangeeta Music ইত্যাদি। এই পোস্টটি যদি আপনি সম্পূর্ণ পরে থাকেন তাহলে হয়তো এতক্ষণে বাংলা ইউটিউব চ্যানেলের নাম এবং ফানি ইউটিউব চ্যানেলের নাম সমূহ জেনে গিয়েছেন। 

শেষ কথাঃ

এই আর্টিকেলটি মূলত বাংলা ইউটিউব চ্যানেলের নাম ফানি ইউটিউব চ্যানেলের নাম সমূহ দেওয়া আছে আপনারা যারা বাংলা ইউটিউব চ্যানেলের নাম জানতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি পড়তে পারেন আর এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আরো কিছু জানার থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪